পৃষ্ঠাসমূহ

ছায়া আমি শরীর হবো

Shadow shall turn into Body
...প্রক্রিয়াধীন

২০০৭ সালের এপ্রিলে আমার প্রথম উপন্যাস “ছায়া আমি শরীর হবো” প্রকাশিত হয়। যার কাহিনী আবর্তিত হয় এক প্রেমিক জুটিকে নিয়ে। যারা অর্থনৈতিক ও সামাজিক ও ধর্মীয় কারণে বিবাহ নামক সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারছে না। কিন্তু মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। মেয়েটির গর্ভে বেড়ে ওঠা ভ্রুণটি সমাজ-সংস্কৃতি, ধর্ম, রীতি-নীতি উপেক্ষা করে এই পৃথিবীর আলো বাতাসে আসতে পারবে কি না তার এক আলেখ্য। ফতোয়া, মোল্লাতন্ত্র, ইসলাম, আমাদের সমাজের গোপন ও অন্ধকার অধ্যায়ের মুখোমুখি দাড় করিয়ে দেয় এই উপন্যাস।