উড়ণচণ্ডি/সুমন আজাদ
স্বপ্ন ডিঙিয়ে অবাক পতন পৃথিবীর বুকে...
আমি রাজপুত্র নই; অলস ভিখিরি
ভিার পাত্রে প্রতি রাতে এক নারী
রেখে যায় খোলে_
তার নিজস্ব সভ্যতা; তার ইতিউতি
আমি কি আর ও-সব বুঝি!
অবুঝ পুরুষ হয়ে রেখে দিই
পাঁজড়ের পাশে তার সব স্মৃতি।
এর দ্বারা পোস্ট করা
suMon azaD (সুমন আজাদ)
লেবেলসমূহ:
কবিতা