পৃষ্ঠাসমূহ

অটোবায়োগ্রাফিঃ শরৎকাল/সুমন আজাদ

শেকড়; তা যতই বিশ্লেষণাত্বক হউক না কেন_ প্রান্তিকতার ব্যাপারটা সেখানেই থাকে।

বাল্যকাল ছড়িয়ে রয়েছে চা-পাতার ফাঁকে

সেখান থেকেই বয়েস কুড়িয়ে

কৈশোর রচনা করেছে যৌবনসময়।



যৌবনসময় এখন হাত ধরে হাঁটে

বড় ইস্কুলের।

ইস্কুলের সহপাঠিগন জানে

রাখালমন সবুজ আর ছায়ানীলপ্রেমি,

ক্লাস নোট তাই হয়ে যায়_

এক টুকরো সবুজ, জলঢেউ আর

ঘুড়ি উড়ানো দুপুর।