পৃষ্ঠাসমূহ

নারী নির্যাতন রোধে চাই গ্রহনযোগ্য 'নারীনীতি'

বাংলাদেশে আরো যেসকল সমস্যা রযেছে তার মধ্যে অনালোচিত এবং নীরবে বেড়ে চলা সমস্যা হচ্ছে নারী নির্যাতন। নারীদের প্রতি পুরুষের শারীরিক ও মানুষিক নির্যাতনের প্রকার এত প্রকট যে গ্রাম এলকার ধর্মপ্রাণ মানুষজন মনে করেন এটাই বুঝি নিয়ম! নির্যাতনকে নিয়মের আওতাভুক্ত মনে করে অনেকেই এর প্রতিবাদ করার কথা ভাবেনই না।