রাত প্রহরী/সুমন আজাদ
দেয়াল ঘড়ির কাটাগুলো যেন
একুরিয়ামে বন্দি মাছেদের মতোই চুপ হয়ে গেছে।
ফেরিঅলার সমস্ত ব্যস্ত দিন শেষে
তারই মত কান্তির সকল চিহৃ নিয়ে
স্থির আছে এই শীতের রাতের বৈদ্যুতিক পাখা।
ধূলি জমা ঝালড়ের শরীরের
অযতনে বেড়ে চলেছে মাকড়সার বাসা।
পাশের করাত কল নিঃশব্দে ঘুমিয়ে পড়ে
রাতের অন্ধকারের প্রাধাণ্য বাড়লেই
কাছাকাছি মশলা মিলের কড়া গন্ধ
জোনাকি পোকারা বয়ে নিয়ে গেছে অন্ধ এই রাতে
দানব ট্রাকের পিঠে করে।
পেটুক গ্রাম্যজনের মত
ঠক্ ঠক্ ঠক্ শব্দে টেবিল ঘড়িটা
নাক ডেকে যাচ্ছে একাধারে।
আমার ঘরের কম্পিউটার
রোজ রাতে আমার আগেই কান্ত হয়ে শুয়ে পড়ে।
মোবাইল স্ক্রীনে আর কোনো প্রিয় নাম্বার হঠাৎ
মনের পর্দায় ভেসে উঠা কোনো আপনজনের
স্মৃতির মত; ভেসে উঠে না।
ঘরের প্রতিটি আলো
নিভে গেছে
দু চোখের এই নির্গত আলো প্রতিফলিত হয়ে
পাশের যে ঘুমন্ত প্রাণির ছবি আঁকবে-
এমনটা কোন কালেই ছিল না।
ঘরের সব যন্ত্র আমার ঘুমিয়ে গেছে।
এর দ্বারা পোস্ট করা
suMon azaD (সুমন আজাদ)
লেবেলসমূহ:
কবিতা