পৃষ্ঠাসমূহ

অবশ্যই দেখার মত কিছু সিনেমা

LIST OF MUST WATCHING FILM

হাসান মাহবুব বলেছেন:
1. perfume-দেখিনাই
2. the counterfeiter-চমৎকার।৮/১০
3. the bank job-দেখিনাই
4. true romance-দেখার খুবই ইচ্ছা।টারান্টিনো প্রোডাকশন বইলা কথা।
5. পরশ পাথর-দেখিনাই
6. one flew over the cucku's nest-মাইন্ড ব্লোয়িং।প্রিয় মুভি।নিকলসন এট হিজ বেস্ট।
7. the usual suspect-আমার দেখা অন্যতম সেরা থ্রিলার।১০/১০
8. the lake house-খুব বেশি জটিল নাকি কাহিনীটা।দেখার ইচ্ছা নাই।
9. memento-সেম,বেশি জটিল নাকি শুনষি,তয় এইডা দেখার ইচ্ছা আছে।
10. seven-কিছু বলার নাই।কাহিনীর লাস্টে যে টুইস্ট!মাই গড।১০/১০
11. grave of the fireflies-নাম শুনিনাই
12. schindler's list-এইটার ডিভিডি কিনসিলাম,চলেনা।তবে দেখব অবশ্যই একদিন।
13. spring, summer, fall, winter and spring-নাম শুনিনাই
14. august rush-নাম শুনসি!
15. fools rush in-নাম শুনিনাই!
16. dead poets society-অসাধারন বললে কম বলা হবে।
17. kramer vs. kramer-কয়েকবার দেখসি।আরও অনেকবার দেখব।মাস্টারপিস একটা।
18. micheal clayton-ডিভিডি আছে,এখনও দেখা হয়নাই।
19. it's a wonderfull life-এরকম ছবি দেখাটাও ভাগ্যের ব্যাপার।অন্যতম প্রিয়।
20. sydney white- নাম শুনিনাই।
21. afro samurai resurraction-নাম শুনিনাই
22. changelin [এখনও ডাউনলোড চলছে]-নাম শুনসি শুনসি লাগে!
23. once [শিরোর অনুরোধে ডাউনলোড করছি]-নাম শুনিনাই।
24. slumdog millionaire-দেখলাম।মাইনষে যেমুন কয়,অতডা ভাল লাগেনাই।তবে ভাল।এন্টারটেইনিং।
25. the curious case of benjamin button-এটাতো দেখতেই হবে।
26. the boy in the stripped pyjamas-নাম শুনিনাই।
27. enemy at the gates-ভাল।
28. baran-ইরানি ছবি।অসাধারণ।৯/১০
29. children of the heaven-এটাও ইরানি।৯.৫/১০
30. scarface-আহ!আল পাচিনো!!১০/১০
31. passengers-নাম শুনিনাই
32. the shawshank redemption-জেলখানাভিত্তিক ছবির মধ্যে এটাই বেস্ট।১০/১০
33. the perfect man-নাম শুনিনাই
34. eastern promises-দেখিনাই
35. the sound of music-ওয়ান অফ দ্যা ফিল গুড মুভিস আই হ্যাভ এভার সিন।জুলি এন্ড্রুস অসাধারণ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৭
লেখক বলেছেন: ভাই হাসান মাহবুব, ফাটিয়েছেন আপনি...আমি এরকম মন্তব্যই চাচ্ছিলাম...এখন আমি আমার ভাবনা গুলো বলি...

1. Perfume-দেখার মত কিছুও না...অনেকেই অনেক আহা উহু করেছেন...কিন্তু আমার হয়েছিল মেজাজ খারাপ এটা দেখে...
2. The counterfeiter-চমৎকার। ৮/১0, ঠিক
3. The bank job-এটাও নাকি ভাল মুভি দেখবেন পারলে...
4. True romance-দেখার খুবই ইচ্ছা। টারান্টিনো প্রোডাকশন বইলা কথা।- আমিও দেখব...কাল পরশু, নামিয়ে ডিভিডিতে রাইট করেছি...দেখার সৌভাগ্য হয়নি এখনও...
5. Porosh pathor পরশ পাথর-সত্যজিতের অসাধারন একটা সিনেমা...দেখবেন অবশ্যই
6. One flew over the cucku's nest-মাইন্ড ব্লোয়িং। প্রিয় মুভি।নিকলসন এট হিজ বেস্ট।-ঠিক
7. the usual suspect-আমার দেখা অন্যতম সেরা থ্রিলার।১০/১০- আহ!
8. the lake house-তেমন কিছুই না...তবে ভাল্লাগছে আমার, কেন জানিনা...
9. memento-একটা সীন দেখে মজা পাইসি...আছে, খারাপ না...
10. seven-কিছু বলার নাই।কাহিনীর লাস্টে যে টুইস্ট!মাই গড।১০/১০- দেখব
11. grave of the fireflies-এটা নাফিস ইফতেখার ভাইয়ের কথামত নামিয়েছি, এখনও দেখা হয়নি, দেখে পছন্দ না হইলে নাফিস ভাইকে মারবেন, আমাকে নয়...
12. schindler's list-দেখবেন
13. spring, summer, fall, winter and spring-নাফিস ভাই এর প্রিয়...
14. august rush-নাম শুনসি! জটিল বলছে জটিল মুভি!
15. fools rush in-সালমা হায়েক, ম্যাথু পেরী, মজার সিনেমা...
16. dead poets society-অসাধারন বললে কম বলা হবে।আমার অসম্ভব প্রিয় একটা সিনেমা...খুব কেঁদেছিলাম প্রথমবার দেখে, এখনও কাঁদি, তবে ইট্টুশখানিক কম।
17. kramer vs. kramer-কয়েকবার দেখসি।আরও অনেকবার দেখব।মাস্টারপিস একটা।- ঠিক, পিচ্চির গাল সেলাই করার সময় কাঁদতে কাঁদতে আমি শেষ!
18. micheal clayton-ক্লুনির জন্যেই দেখা...খারাপ না
19. it's a wonderfull life-এরকম ছবি দেখাটাও ভাগ্যের ব্যাপার।অন্যতম প্রিয়। দেখার আগে খুব মন খারাপ ছিল...দেখার পর যে অনুভূতিটা হয়েছিল, বলে বুঝানো যাবেনা।
20. sydney white- টীন মুভি, মজার!
21. afro samurai resurraction-এক্কেবারে নতুন, এনিমেশন।
22. changelin - পুরানোটা না, এটা জোলীর টা
23. once- আমিও নাম শুনিনাই আগে, শিরো বল্ল, তাই, খারাপ হলে ওরে মাইর...
24. slumdog millionaire-ভালাই লাগছে
25. the curious case of benjamin button-সেরোম সিনেমা। [তয় বিরাট, ২ঘন্টা ৩৬মিনিট ২৫ সেকেন্ড]
26. the boy in the stripped pyjamas-আমি শুনলাম ভালই নাকি
27. enemy at the gates-ভাল। হুমমম
28. baran-ইরানি ছবি।অসাধারণ।৯/১০- ঠিক
29. children of the heaven-এটাও ইরানি।৯.৫/১০ ঠিক
30. scarface-আহ!আল পাচিনো!!১০/১০ হাহা
31. passengers-এনী হ্যাথাওয়ের নয়া মুভি
32. the shawshank redemption-জেলখানাভিত্তিক ছবির মধ্যে এটাই বেস্ট।১০/১০ হুমমম
33. the perfect man-টীন মুভি, আমি হিলারী ডাফরে ভালা পাই
34. eastern promises-ভাল সিনেমা, মেলেনার নায়িকার জামাইএর সিনেমা...
35. the sound of music-ওয়ান অফ দ্যা ফিল গুড মুভিস আই হ্যাভ এভার সিন।জুলি এন্ড্রুস অসাধারণ। এইটা আমি কয়েকদিন পর পর দেখি, প্রতিটা সংলাপ আর গান আমার মুখস্ত!...

আপডেটেড থাকবে...