আজ ১৫ ই নভেম্বর,আন্তর্জাতিক লেখক বন্দি দিবস।১৯৮০ সালে এর গোড়া পত্তন হয় এবং একটি মেনুফেস্টো ঘোষণা করে যার মূল কথা ছিল পৃথিবীর সকল দেশের নির্যাতিত লেখক,কবি,সাহিত্যিক,মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের উপর সকল ধরনের রাষ্ট্রীয় ও ধর্মীয় নির্যাতন যেন বন্ধ করা হয়। আর এই মেনুফেস্টোকে বাস্তবে রুপদান করার জন্য আন্তর্জাতিক পেন ক্লাব ( পোষ্ট সেকেন্ডারী এডুকেশনাল নেট ওয়ার্ক ) সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।পেন ক্লাবের ১৯২১ সালে লন্ডনে জন্ম হয় এবং পৃথিবীর সকল অত্যাচারিত লেখক,কবি,সাহিত্যিক,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের পক্ষে এক বলিষ্ট আন্তর্জাতিক কলম সংঘ।কিন্তু এতো বলিষ্ট সংগঠন হয়ে কাজ করার পরেও দুনিয়ার দেশে দেশে কবি,সাহিত্যিক,সাংবাদিক মানবাধিকার কর্মীরা ধর্মীয় ও রাষ্টীয় প্রতিষ্ঠান দ্বারা খুন হওয়া, জেলে যাওয়া,গুপ্ত হত্যা ও নির্যাতিত হওয়া কোনো কিছুরই যেন কমতি নাই।
নীচে একটি ইন্টারন্যাশনাল পেন রাইটারস প্রিজন কমিটির এ বছরের জানুয়ারী থেকে জুন`০৯ এর চিত্র দেওয়া হলোঃ-
১) ২৮ জনের মৃত্যু ও গুপ্ত হত্যা—————-
২) ১৩৪ জনের জেল-বন্দি———–
৩) ২০৯ জনের কেস কোটে রায়ের জন্য অপেক্ষারত——–
৪) ১৩১ জন সারাক্ষন মৃত্যু হুমকী মাথায় বয়ে বেড়াচ্ছে——— এর মধ্যে যেমন,
রাশিয়ার একজন বিখ্যাত সাংবাদিক আনা পলিৎকোভস্কায়া ( ১৯৫৮-২০০৬) । তিনি রাশিয়া ও চেচনিয়ার যুদ্ধ বিরোধী ও মানবাধিকার কর্মী ছিলেন। তাকে গত ২০০৬ সালে গুপ্ত হত্যা করা হয়। লুইদিয়া কাচাও মেক্সিকোর,লি জিয়ানহং,চায়নার,চেঞ্জেরাই হোব,জিম্বাবুয়ের,বাংলাদেশের তসলিমা নাসরিন, সুমন আজাদ, সুহেল আহমেদ ও শাহারিয়ার সাকু নাম করা সাংবাদিক,লেখক,কবি যারা কি-না ২৪ ঘন্টা মৃত্যু হুমকী নিয়ে দিনানিপাত করছে।
(পত্রিকা প্রতিবেদন)
এর দ্বারা পোস্ট করা
suMon azaD (সুমন আজাদ)
লেবেলসমূহ:
মানবাধিকার
,
সাম্প্রতিক বিষয়