বন্ধুসভায় প্রকাশিত বন্ধুদের লেখা কবিতা নিয়ে বের হয়েছে কবিতার বই পা ভাঙা চড়ুই। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। সাইদুজ্জামান রওশন ও মুহম্মদ আইয়ুব সরকার সম্পাদিত এ বইটির মূল্য ১০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সময়ের স্টলে।
বইটিতে যাঁদের কবিতা স্থান পেয়েছে তাঁরা হলেন— সুমন আজাদ, অপূর্ব অনির্বাণ, নূরুল ইসলাম বাবুল, মালিহা জেরিন, জাহাঙ্গীর জয়েস, কবির য়াহমদ, গৌরী গোস্বামী, রিফাত আরা, তাসলিমা রহমান, শুভব্রতা ইয়াসমিন, সজল ছত্রী, সৌরভ সোহাগ, সন্ত কবীর, আসমা বীথি, মো. কামরুজ্জামান বাবু, সৌম্য সরকার, সুমন নূর, ফরিদা খানম, পাভেল রিয়াজ, লিপি আক্তার, সেলিনা শিউলী, শরীফ বাচ্চু, আতিয়া রহমান কণিকা, মুহাম্মদ আইয়ূব সরকার, রাজেশ্বরী প্রিয়রঞ্জিনী, কাজী দিলরুবা আক্তার লীনা, আবু বোরহান, মির্জা মু. ইমতিয়াজ শহীদ, রুহুল রুহিন, এস এম আরমান, ঊর্মি খান, সারওয়ার-উল-ইসলাম, আকমল হোসেন, সুকান্ত গুপ্ত, আফসানা কিশোয়ার, শান্তনু হাসান, হাদিকাতুন নুজুম, হাসিবা তানজিন, অঞ্জন আচার্য, হাসান মাহমুদ, আলাউদ্দিন খোকন, রেজোয়ার ফেরদৌস, মো. আব্দুল্লাহ আল নূহু, সাইফুদ্দিন রবিন, এহসান জুয়েল, শাহ্নাজ সুলতানা রিংকী, তাহমিনা তানিয়া, আবু সাঈদ, মো. এ অনুচ্চ, মৃণ্ময় মারুফ, আশরাফ চঞ্চল, সুবীর কাশ্মীর পেরেরা, শৌনক দত্ত তনু, চৌধুরী ফেরদৌস, গৌরব জি পাথাং, তায়েব মিল্লাত, জি এম হুমায়ূন আজম, সৈয়দ কামাল জামান, আমির হামজা, শাহেদ কায়েস, আফরোজা আক্তার হ্যাপি, খায়রুল বাশার, গাজী শাহিদুজ্জামান, ফ্লোরা আহমেদ, সোহাগ সাওয়াস্থ, আব্দুর রউফ রনি, আখতারী ইসলাম, সুমন আজাদ, ফরিদা ইয়াছমিন, সৈয়দ রুবাইয়া, ফারাহ্ দিবা আহমেদ, ফরিদা খানম, তাসনুভা অরিন, সুফিয়া জমির ডেইজি, পথিক চাঁদ, সুব্রত সানি, এন ডি মিথুন, সবুজ, মৌমিতা সিংহ, সবুজ বড়ুয়া, খোদেজা মাহবুব আরা, কাজী রাকিবুল ইসলাম, এ্যামি মারমা, মিজান মোহাম্মদ, দেলোয়ার হোসাইন, আতাউর রহমান, সোহেল আল মামুন, মুমা হাসান গুরু, সরকার মীনা, তৌহিদুল আলম, প্রতুল শীল, নাবিলা ইসলাম, তামান্না কবির, আল মাহফুজ, চৌধুরী সবুজ, সুকান্ত বিশ্বাস, নাসিমুল আহসান, তানিয়া বখ্শ, ফারহানা নরিন, আরমান আরজু, জেমস আনজুস, আশিক দাশ, মু. তরিকুল ইসলাম, সন্জয় দে, হাসান মোস্তফা, মারুফ শিহান, শাহিদা খাতুন, শহীদুল ইসলাম, তৌহিদুল আলম, মারুফ ওয়েসিস, হাসান মোস্তফা, সালেহীন শিপ্রা, পৃথ্বিশ চক্রবর্তী, কথাকলি দাস, কোহিনুর রুমা, ইফতেখার আজাদ, হূমায়ুন আজম, নুসরাত জাহান, পারভীন আক্তার, জুয়েল দেব, সাদিয়া আশরাফ, শহীদুর রহমান, মো. মুফিজুর রহমান, হাসনাইন হীরা, শাকিল মাহ্মুদ, রুবেল শঙ্কর, মুস্তাইন সুজাত, জান্নাতুল ফেরদৌস, ইজাজ আহেমদ, রেহানা রিমি, মোহাম্মদ নাহিদ রহমান, রিয়াজ ভূঁইয়া, জুলফিকার শাহাদাত্, বায়েজিদ ভূঁইয়া, তানজিম আফরোজ, এস খান, রাহাত রাস্তি, সজল খান, মঞ্জুর মঈন, আবেদা সুলতানা, মনিরুন নাহার, রিক্তিমা অনু, বিপ্রতীপ অপু, শাহ্ কুতুজ্জামান, সাহেরা খাতুন শেলী, কাব্য আহমেদ, অসিত, অর্থী, রাশেদ শাওন, মো. রেজাউর রহমান ও জীবন শাহ্।
আবু সাঈদ
যোগাযোগ: ০১৭২-৩২০৯৪৪৮
লিংক
এর দ্বারা পোস্ট করা
suMon azaD (সুমন আজাদ)
লেবেলসমূহ:
প্রকাশনা