পৃষ্ঠাসমূহ

বিষয় ভিত্তিক নাটক: ‘দূরে গেলে ভুলে যাবে’

আজ দেশ টিভিতে দেখা যাবে হবিগঞ্জের স্বরূপ আনন্দের ‘দূরে গেলে ভুলে যাবে’

আজ শুক্রবার রাত পৌণে ১০টায় দেশ টিভিতে প্রচারিত হবে হবিগঞ্জের উদীয়মান পরিচালক স্বরূপ আনন্দ পরিচালিত প্রথম নাটক ‘দূরে গেলে ভুলে যাবে’। মিরন মহিউদ্দিনের রচনা ও আউটফ্রেমের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফারহানা মিলি, ইফতেখার রাসেল, ফরহাদ লিমন, সন্দীপ বিশ্বাস প্রমূখ।
‘আজ সাত বছর ধরে ছুটছি, সেই অমোঘ ফতোয়া কানে নিয়ে দূরে গেলে ভুলে যাবে।’ কবি সুমন আজাদ, অভিমানে নিজেকে সরিয়ে নিয়েছে নিজের কবিতার জগত থেকে। আর তারই এক সময়ের সাহিত্যসঙ্গী, ভবিষ্যত নিরাপত্তা আর আর্থ-সামাজিক অবস্থানের কথা চিন্তা করে কবিকে ছেড়ে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় চার্টার্ড একাউন্টেন্ট হাসান চৌধুরীকে। স্বামীর আর্থিক সামর্থ্য ও নিজের মেধায় আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তে থাকে লেখক কেয়া চৌধুরীর। এক সময় অপরিচিত এক প্রকাশকের পরামর্শে খ্যাতির মোহ পেয়ে বসে তাকে। শুরু করে নিজের স্মৃতি নিয়ে ত্রিভুজ-প্রেমের উপন্যাস। কিন্তু নিজের এই সিদ্ধান্ত এক সময় ক্ষত-বিক্ষত করে তাকে। কেয়ার সামনে এক এক করে আসতে থাকে নিজের ভুল ও অন্যায়। যার ভাবনায় সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মনে হয় তার ভালবাসার মানুষ ও সে সময়ের প্রতিভাবান কবি সুমনের কথা। যে তার কথা মেনে নিয়ে ৭ বছর আগে নীরবে হয়েছে নিরুদ্দেশ। খুন হয়েছে সুমনের কবিসত্ত্বা। কেয়া জানে না সে কোথায়? কিন্তু আজ তার মনে হয় সবখানে সুমন দাঁড়িয়ে আছে, কথা বলছে কখনো ভেতরে, কখনো বাইরে থেকে। এখন কেয়ার সামনে শুধুই অনিশ্চয়তা। এর মধ্য দিয়েই এগিয়ে যায় কেয়া চৌধুরীর দ্বন্দ্বময় জীবন ও নতুন উপন্যাসের কাহিনী নির্মাণ।
উল্লেখ্য, স্বরূপ আনন্দ হবিগঞ্জ শহরের পিটিআই রোডস্থ স্বদেশ রঞ্জন রায় চৌধুরীর পুত্র।



নিউজ লিংক